পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়েন ওয়ার্নার, টপকে যান সেহবাগকে

0
4

গতকাল পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে হারে দিল্লি ক‍্যাপিটালস। চলতি আইপিএল-এ একেবারেই নিজেদের সেরা পারফরম্যান্স নেই দিল্লি। প্লে-অফের দৌড় থেকে আইপিএল-এর প্রথম দল হিসাবে আগেই ছিটকে গিয়েছে ডেভিড ওয়ার্নাররা। তবে দল ভালো পারফরম্যান্স করতে না পারলেও, ব‍্যক্তিগত ভাবে নজির গড়েন ওয়ার্নার। দিল্লির ফিরোজশাহ কোটলা মাঠে আইপিএলের ইতিহাসে দিল্লির সর্বোচ্চ রানের মালিক হলেন ডেভিড ওয়ার্নার। পিছনে ফেলে দিলেন বীরেন্দ্র সেহবাগকে।

এখনও পর্যন্ত দিল্লিতে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সেহবাগ। কিন্তু ডেভিড ওয়ার্নার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ রান করতেই নজির গড়েন। সেহবাগ ৩৩ ইনিংসে ৯৩৩ রান করেছিলেন, যেখানে ডেভিড ওয়ার্নারের ৩৪তম ইনিংসে রান সংখ‍্যা এখনও পযর্ন্ত  ৯৬১। এই তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক যিনি এই মাঠে ২৯ ম্যাচে এখনও পর্যন্ত ৮৫৫ রান করেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটলসের ক্যাপ্টেন এখনও পর্যন্ত ২৪ ইনিংসে ৭৬৯ রান করেছেন।

আরও পড়ুন:মাতৃদিবসে আবেগঘন পোস্ট সৌরভ-সচিন-বিরাট-যুবরাজদের