আজ ১৪ মে, মাতৃদিবস। দেশ জুড়ে পালন করা হচ্ছে মাতৃদিবস। নিজের সব থেকে কাছের ভালোবাসার মানুষ মায়ের ছবি দিয়ে মায়ের প্রতি ভালবাসা ব্যক্ত করছেন সকলে। বাদ গেলেন না ক্রীড়া জগতের মানুষজনরাও। সৌরভ গঙ্গোপাধ্যায়-সচিন তেন্ডুলকর-বিরাট কোহলি যুবরাজ সিং। সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে দেন এক বিশেষ বার্তা।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন,” শুভ মাতৃদিবস। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক।”
নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেন সচিন।
এদিকে আবেগঘন পোস্ট দেখা যায় কোহলির থেকে। তবে শুধু নিজের মা-কেই নয়। এবার মা, শ্বাশুড়ির সঙ্গে অনুষ্কা ও ভামিকার একটি ছবিও পোস্ট করেছেন বিরাট। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
বিরাটের মতন যুবরাজও, মা, স্ত্রী এবং তাঁর ছেলের ছবি পোস্ট করেন।
View this post on Instagram
আরও পড়ুন:আজ চিপক চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে কেকেআর, জয় লক্ষ্য নীতীশদের