মোদি রাজ্যে জলে ডুবে মৃ*ত্যু ৫ নাবালকের

0
3

লেকে সাঁতার কাটতে নেমে জলে তলিয়ে গেল ২ নাবালক। বন্ধুদের ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে আরও ৩ নাবালক লেকের জলে তলিয়ে যায়।বেঁচে ফিরল না একজনও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতে।

আরও পড়ুন:ফিল্মি কায়দায় দুঃসাহসিক ডাকাতি!লুঠ কয়েক লক্ষ টাকা
শনিবার বিকেলে কৃষ্ণসাগর লেকে এসেছিল ৫ বন্ধু । তাঁদের মধ্যে দু’জন জলে নেমে সাঁতার কাটতে শুরু করে। আচমকাই লেকের জলে তলিয়ে যেতে শুরু করে ওই ২ কিশোর। এরপর তাদের বাঁচাতে ঝাঁপ দেয় আরও ৩ জন। স্থানীয়রা নিজেরাই প্রথমে উদ্ধারের চেষ্টা করেন ওই নাবালকদের। বিকেল ৪.৩০ নাগাদ পুলিশে খবরও দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। তবে, শেষ পর্যন্ত ওই নাবালকদের একজনকেও বাঁচানো যায়নি।
পরে ওই নাবালকদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল পর্যন্ত তাদের একজনকেও চিহ্নিত করা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালকদের পরিবারে খবর দেওয়া হয়েছে।