আসন্ন টি-২০ বিশ্বকাপে বদলে যাবে ভারতীয় দল। তরুণ তুর্কি দিয়ে তৈরি হবে টিম ইন্ডিয়া। এদিন এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। চলতি আইপিএল-এ নজর কেড়েছেন অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই এখনও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে এবার তাদের ভারতীয় দলে সুযোগ পাওয়ার সময় এসেছে বলে মনে করছেন শাস্ত্রীর। শাস্ত্রীর মতে আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের গোটা চেহারাটাই বদলে যাবে।
এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, “হার্দিক পান্ডিয়া তো গত কয়েক মাস ধরে অধিনায়কত্ব করছে। ও চোট না পেলে পরের বিশ্বকাপে ওকেই নেতা হিসাবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় নির্বাচকরা এবার অন্য দিকে যাবে। আইপিএল দেখিয়েছে প্রতিভার খামতি নেই। তাই হয়তো পরের বিশ্বকাপে একেবারে অন্য দল দেখতে পাব। নতুন প্রতিভারা সুযোগ পাবে সেখানে।”
এখানেই না থেমে ভারতের প্রাক্তন কোচ আরও বলেন,” আমার মনে হয় বিসিসিআই ২০০৭ এর পথেই যাচ্ছে। সেই সময় যেমন তরুণ প্রতিভাদের উপরে ভরসা করেছিল তারা, আগামী বছরও সেটা দেখা যেতে পারে।”
২০২২ সালে টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর থেকে ভারতের টি-২০ দলে আর দেখা যায়নি রোহিত শর্মাকে নেতৃত্ব দিতে। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে ছোট ফর্ম্যাটের ক্রিকেট সিরিজ গুলোতে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক।
আরও পড়ুন:ধোনির সঙ্গে সাক্ষাৎ, কী কথা হল? জানালেন বাংলার অভিষেক