গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৭ রানে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে সূর্যকুমার যাদবের ১০৩ রানের অপরাজিত ইনিংস। ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন SKY। আর সূর্যের এই ইনিংসে মজে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। সূর্যের ব্যাটিং-এর প্রশংসায় মাতলেন তিনি।
SKY-এর শট দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সচিন। মুম্বই ইনিংসের ১৯তম ওভারে মহম্মদ শামির বলে থার্ড ম্যানের উপর দিয়ে ছক্কা মারেন তিনি। বলটি ফুল লেংথে ছিল। সেখান থেকে স্কুপ ও স্ল্যাশের মিশ্রণে একটি শট খেলেন তিনি। আর সূর্যকুমারের সেই শট দেখে মুম্বই ডাগআউটে হতবাক হয়ে যান সচিন। তিনি বার বার বোঝার চেষ্টা করেন কীভাবে সূর্য সেই শট মারলেন। যেই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
How do you hit a cover drive but get it over third man for six?
We watched SKY do it here and still can't understand. What about you? 😵💫#IPLonJioCinema #MIvGT pic.twitter.com/kg9QU7jxuW
— JioCinema (@JioCinema) May 12, 2023
এদিকে সূর্যের ব্যাটিং দেখে নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,”তুলা মানলা ভাউ” যার বাংলা অনুবাদ,”আমি তোমার জন্য গর্ববোধ করি।”
সাম্প্রতিক সময় সূর্যের ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে। চলতি আইপিএলে শুরুর দিকে সূর্য রান না পেলেও পরের দিকে দুরন্ত ভাবে ফিরে আসেন।
আরও পড়ুন:ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলিউডের ভাইজানকে বিশেষ সংবর্ধনা