লাল-হলুদে বিশেষ সম্মান সলমান খানকে

0
6

ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে আজ ক্লাবে আয়োজন করা হয়েছিল দ‍্যা ব‍্যাং শো। এদিন সন্ধ‍্যায় লাল-হলুদ ক্লাবে মঞ্চ মাতান সলমান খান, সোনাক্ষী সিনহা জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগরেরা।

এই অনুষ্ঠানে এদিন ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করে বলিউডের ভাইজান সলমান খানকে। লাল হলুদ উত্তরীয়, বিশেষ ভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সলমান খানের পছন্দের ২৭ নম্বরে অঙ্কিত ক্লাবের জার্সি এবং ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য কার্ডের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্যবৃন্দ সম্মানিত করেন বলিউডের সুপারস্টারকে। ক্লাবের সহ সচিব রূপক সাহা, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার, ডাঃ শান্তি রঞ্জন দাসগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সুপারস্টারকে ক্লাবের তরফ থেকে সম্মানিত করার অনুষ্ঠানে। সম্মানিত করা হয় সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগরেদের।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী কর্তাদের নিষিদ্ধ করল আইওএ