কর্নাটক (Karnataka) কার্যত হাতছাড়া বিজেপির (BJP)। প্রাথমিক ট্রেন্ড দেখে ইতিমধ্যেই মুখ গোমড়া গেরুয়া শিবিরের একাংশের। তবে কী ম্যাজিক ফিগার কি পাবে কংগ্রেস (Congress)? শেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। সেই জায়গায় বিজেপি এগিয়ে ৭৫ আসনে। ভোটের যাবতীয় হিসাব নিকাশের মধ্যেই কর্নাটকে বিজেপির একটি স্থানীয় ক্যাম্প অফিসে ঘটল অবাক কাণ্ড। শনিবার কর্নাটকের সিগগাঁওতে বিজেপির ক্যাম্প অফিসে (Camp Pffice) একটি সাপ (Snake) ঢুকে পড়ে। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন স্বাভাবিকভাবেই সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আর সাপ দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরের এই ক্যাম্প অফিসে। আতঙ্কে চিৎকার করে ওঠেন অনেকেই। শুরু হয়ে যায় দৌড়াদৌড়িও।

এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাপটিকে উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, সিগগাঁও আসনের দিকে নজর রয়েছে গোটা দেশের। সেখানে বিজেপির হয়ে লড়াই করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেখানে কংগ্রেসের প্রার্থী ইয়াসিক আহমেজ খান পাঠান।

আর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ভোট গণনার চলাকালীনই পরাজয় স্বীকার করলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোট গণনা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোম্মাই বলেন, “প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারিনি। সম্পূর্ণ ফলাফল প্রকাশ পাওয়ার পরে আমরা এই ফলাফল নিয়ে বিশদে বিশ্লেষণ করব।” তিনি আরও বলেন, “আমরা এই ফলাফলকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ফিরে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে পারব।”










































































































































