ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে উদ্যোগী চন্দননগর পুলিশ, শুরু হল ‘বাঘিনী’

0
7

স্কুলের ছাত্রীদের সেলফ ডিফেন্স শেখাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চারদিনের প্রশিক্ষণ শিবির, নাম ‘বাঘিনী’। শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার এবং ডিসি (সদর)।

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, তিনি বিধাননগর পুলিশের ডিসি থাকার সময় দেখেছিলেন, মেয়েদের আত্মরক্ষা জরুরি। সোমবার হুগলি গার্লস স্কুলের ৪০ জন ছাত্রী প্রশিক্ষণ নিতে এসেছিলেন। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। এর সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধির জন্য মেডিটেশন ও যোগা ক্লাসও করানো হবে। কমিশনার জানিয়েছেন, ইভটিজিংয়ের শিকার হলে বা বিপদে পড়লে ছাত্রীরা মোবাইলে ভিডিয়ো করে চন্দননগর পুলিশের দেওয়া নম্বরে পাঠিয়ে দিতে পারে, সাহায্য করবে পুলিশ। ছাত্রীরাও খুশি এই প্রশিক্ষণের ফলে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক জোর বাড়বে বলে।

আরও পড়ুন- উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির, লোকসভায় প্রথম আসন পেল আপ