সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। এদিন হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল লখনৌ। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন মানকাড।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ক্লাসেন। ৩৬ রান করেন আনমোলপ্রীত সিং। অধিনায়ক মারর্কাম করেন ২৮ রান। লখনৌ-এর হয়ে দুই উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। একটি করে উইকেট যুদবির সিং, আভেশ খান, যশ ঠাকুর এবং অমিত মিশ্র।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লখনৌ। লখনৌ-এর হয়ে সর্বোচ্চ রান করেন মানকাড। ৬৪ রানে অপরাজিত তিনি। ২ রান করেন মায়ার্স। ২৯ রান করেন ডিকক। ৪০ রান করেন স্টোইনিস। ৪৪ রানে অপরাজিত পুরান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ফিলিপস, মারকান্ডে এবং অভিষেক শর্মা।
আরও পড়ুন:পুলিশের দ্বারস্থ সচিন, মানুষকে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ মাস্টার ব্লাস্টারের