কর্নাটকে ধরাশায়ী নিষ্ঠুর কর্তৃত্ব! এটা আগামীর শিক্ষা: মমতা

0
2

কর্নাটকে (Karnatak) ধরাশায়ী পদ্ম। জয় কংগ্রেসের। তারপরেই পালাবদল করার জন্য কর্নাটকের মানুষকে কুর্নিশ জানিয়ে টুইট করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সঙ্গে তাঁর বার্তা এটাই আগামীর শিক্ষা। কিছুদিন আগেই জেলা সফরে গিয়ে মমতা বলেন, “নো ভোট টু BJP”। আর সেটা কর্নাটকের বিধানসভা নির্বাচন থেকে শুরু হলে তিনি সবচেয়ে খুশি হবেন।

শনিবার, নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দেখা যায় ভোটের ব্যবধান বাড়াচ্ছে কংগ্রেস। শেষ পাওয়া খবরে ২২৪টি আসনের মধ্যে হাতের দখলে ১৩৬টি আসন। ক্ষমতায় থাকা বিজেপির ঝুলিতে মোটে ৬৩টি আসন। এরপরেই টুইট করেন তৃণমূল সভানেত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,

“পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কর্ণাটকের মানুষ। তাঁদের কুর্নিশ। নিষ্ঠুর, একাধিপত্যে বিশ্বাসী রাজনীতির পরাজয় ঘটেছে। যখন মানুষ বহুত্ববাদী ও গণতান্ত্রিক শক্তির জয় চায়, কেউ তাদের স্বতঃস্ফূর্ততাকে দমিয়ে রাখতে পারে না। এটাই এর নির্যাস। আগামীর শিক্ষা।” তাদের ধন্যবাদ।

যদিও টুইটে কংগ্রেস বা বিজেপি কারও নাম করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, আগেও তিনি বারবার বলেন, বিজেপিকে হারাতে যেখানে যেদল শক্তিশালী সেখানে তাদেরকেই এগিয়ে দিতে হবে। তবে, কর্নাটকের জয় আগামী দিনের শিক্ষা- তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।