হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই ইস্টবেঙ্গলের মাঠে বসতে চলেছে ‘দ্যা ব্যাং’ শো। শনিবার সন্ধ্যায় লাল-হলুদ ক্লাবে মঞ্চ মাতাতে উঠবেন বলিউডের ভাইজান সলমান খান। সঙ্গী সোনাক্ষী সিনহা জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবারা। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আর এই অনুষ্ঠানে সলমানকে বিশেষ সংবর্ধনা জানাতে চলেছে লাল-হলুদ কর্তারা। এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে।
ইস্টবেঙ্গলের ক্লাবের তরফ থেকে জানান হয়, বলিউডের ভাইজানকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করা হবে। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হবে স্মারক হিসাবে। সলমন খানের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হবে। এছাড়াও দেওয়া হবে ক্লাবের আজীবন সদস্য পদ। বেশ কিছু ফুটবলে সই করবেন সলমান খান। সেই ফুটবলগুলি নিয়ে ক্লাবের রয়েছে বিশেষ পরিকল্পনা।
গত দু’বছর শতবর্ষের অনুষ্ঠান করোনার জন্য সেভাবে বড় করে করা সম্ভব হয়নি। তবে এবার বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নেয় লাল-হলুদ ক্লাব।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস