The Kerala Story নিষিদ্ধ কেন? রাজ্যকে নোটিশ সুপ্রিমকোর্টের

0
1

রাজ্যের কোনও হলে ‘দ্য কেরালা স্টোরি’(The Kerala Story) দেখানো যাবে না। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন ছবি নির্মাতারা। শুক্রবার এই মামলার শুনানিতে ছবি নিষিদ্ধের কারণ জানতে চেয়ে বাংলাকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত(Supreme Court)। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন।

শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “সারা দেশেই তো ছবিটি চলছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন নিষিদ্ধ করা হবে? সিনেমা হিসাবে ‘দ্য কেরালা স্টোরি’ ভাল না খারাপ, সেই বিষয়ে ভাবার প্রয়োজনই নেই।” এরপরই আদালতের তরফে জানানো হয়, কেন সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়েছে তার কারণ জানাতে হবে। এই মর্মে নোটিস পাঠানো হবে পশ্চিমবঙ্গকে। এই একই কারনে বাংলার পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে তামিলনাড়ুকেও। দক্ষিণের এই রাজ্য অবশ্য সিনেমাটিকে নিষিদ্ধ না করলেও হলের মালিকদের বিশেষ নির্দেশিকা দিয়ে বলা হয়, পরিস্থিতির কথা মাথায় রেখে তবেই যেন সিনেমাটি হলে দেখানো হয়।

উল্লেখ্য, গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যের কোনও হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো যাবে না। কারণ এই সিনেমায় ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এমনকি শান্তিশৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে এই সিনেমার জেরে। রাজ্য সরকারের এই ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক ও নির্মাতারা।