ফের বাড়ল জেল হেফাজতের মেয়াদ। আগামী ১২ জুলাই পর্যন্ত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিল একই সঙ্গে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারীরও জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে। অর্থাৎ, আগামী দু’মাস তিহার জেলেই থাকতে হবে সুকন্যা এবং মণীশকে। এই মামলার পরবর্তী শুনানি হবে গরমের ছুটির পর, আদালত খুললে। তবে তার আগেই এই মামলায় জামিনের আর্জি জানিয়ে একটি মামলা করেছেন সুকন্যা। সেটির শুনানি হতে পারে ২৬ মে।
আরও পড়ুন:কনভয়ে রাজ্য পুলিশের গাড়ি ২ বছর আগেই বাতিল করেন শুভেন্দু! আদালতে দাবি রাজ্যের
গত ২৬ এপ্রিল দিল্লিতে ইডি(এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরেট)-র সদর দফতরে সুকন্যাকে দিনভর জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সুকন্যাকে তিন দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে। তার পর থেকে সুকন্যা তিহার জেলে। ইতিমধ্যে ইডি অনুব্রতের পাশাপাশি সুকন্যার বিরুদ্ধেও চার্জশিট দায়ের করেছে। সুকন্যার তরফে জামিনের আর্জিতে বলা হয়েছে, ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে ফেলেছে। তা হলে আর কেন সুকন্যাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে? সুকন্যার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলেও জামিনের আর্জিতে জানানো হয়েছে।
গত শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যা মণ্ডলের হয়ে জামিনের আর্জি দায়ের করেছিলেন তাঁর আইনজীবী অমিত কুমার। বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিংহ ইডি-র বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেন।