প্রাক্তন স্বামীর অত্যা.চার নিয়ে মুখ খুললেন টলি অভিনেত্রী!

0
1

শুটিংপাড়ায় শোরগোল। মডেল অভিনেত্রীর (Model Actress) বিস্ফোরক অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জে (Tollygunge)। সেলিব্রেটি অভিনেত্রীর ফ্যামিলি ম্যাটার এবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। বিষয়টা কী? জানা যাচ্ছে মডেল-অভিনেত্রী সুচরিতা বিশ্বাস (Sucharita Biswas) এক মারাত্মক অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। তাঁর অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করে বাবা-মাকে হুমকি দেওয়া থেকে শুরু করে মারধর করার অপরাধে সুচরিতা গতকাল অর্থাৎ ১১ তারিখ রাতে নরেন্দ্রপুর থানায় তাঁর প্রাক্তন স্বামীর নামে অভিযোগ দায়ের করেছেন।

‘জয় জগন্নাথ’, ‘কিরণমালা’ ধারাবাহিকে কাজ করেছেন সুচরিতা। অভিনেত্রী জানিয়েছেন, ভালবেসে বিয়ে করলেও দাম্পত্য খুব একটা সুখকর হয়নি। বাড়ির লোকের অমতে ২০১১ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় গড়িয়ার পিনাকী মজুমদারের। বিয়ের পর থেকেই পিনাকি অভিনেত্রীর ওপর সন্দেহের বশে অত্যাচার শুরু করেন বলে মডেলের অভিযোগ। তিনি বলছেন, “মিউচুয়াল ডিভোর্সের মাধ্যমে আমাদের সম্পর্কটা শেষ হয়। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, মিউচুয়াল ডিভোর্স কেন? কারণ আমি কোনও ঝামেলা চাইনি। এক টাকাও নিয়েও আসিনি ওর কাছ থেকে। কোনও যোগাযোগও রাখিনি।” এরপরই পিনাকী অন্য কাউকে বিয়ে করেছেন বলে জানা যায়। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল ,কিন্তু এরপর যা ঘটলো তা এখনও বিশ্বাস করতে পারছেন না মডেল অভিনেত্রী সুচরিতা। তিনি একটি বিশেষ দরকারে মাদুরাই বেড়াতে গিয়েছিলেন কিছুদিন আগে। সেখানে হঠাৎ তিনি বাড়ির ফোন পান। ফোনের ওপ্রান্তে ছিলেন তাঁর বাবা-মা , যাঁদের গলা শুনেই মনে হচ্ছিল প্রচন্ড ভয় পেয়েছেন। সুচরিতা বলছেন তাঁর প্রাক্তন স্বামী বর্তমান স্ত্রী এবং দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়ে মা বাবার উপর অপত্য অত্যাচার করেন। এমনকি জোর করে দু লক্ষ টাকার চেক লিখিয়ে নেন। পাশাপাশি একটি নগ্ন ছবি দেখিয়ে তাঁর বাবা-মাকে বলেন যে এই ছবিটি সুচরিতার। পরের দিনই ফ্লাইট ধরে বাড়ি ফেরেন সুচরিতা। ঐদিনও তার প্রাক্তন স্বামী সেখানে উপস্থিত হয়ে দাদাগিরি দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও পাড়ার লোকেরা তাঁকে আটকাতে গেলে তিনি ইট ছুড়ে মারেন। এরপরই এফআইআর করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাঁর চোখে মুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট।