দাদু যখন নবজাতকের বাবা! ৭৯ বছরেও পিতৃত্বের স্বাদ

0
3

হলি অভিনেতার ‘ক্ষমতা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) গুঞ্জন। সপ্তম সন্তানের বাবা হওয়া মুখের কথা নয়, কিন্তু জীবনে ফের পিতৃত্বের (touch of Fatherhood) স্বাদ পাওয়ার পর সুখবর শেয়ার করেছেন ৭৯ বছরের হলিউড অভিনেতা (Hollywood Actor) রবার্ট ডি নিরো (Robert De Niro) নিজেই। নিজের নতুন ছবি About My Father – এর প্রচারে এসে নিজের ব্যক্তিগত আনন্দের কথা সকলকে জানালেন বর্ষীয়ান এই অভিনেতা। এই বয়সে বাবা হওয়া অত সোজা নয়। কিন্তু তিনি পেরেছেন। নিরো অবশ্য বলেছেন সব সময় সন্তান চাওয়া বা না চাওয়ার ক্ষেত্রে তাঁর মতামত খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না। আর এখান থেকেই যত জল্পনা শুরু সোশ্যাল মিডিয়ায়।

যেখানে আশি তে না আসার প্রার্থনা করেন সকলে, সেখানে ৭৯ তেও যে জীবন যৌবনের মজা এতটুকু কমেনি সেটা অভিনেতার বাবা হওয়ার খবরে বেশ স্পষ্ট। অভিনেতা রবার্ট ডি নিরো এবং তার প্রথম স্ত্রী ডিয়ান এবোটের প্রথম কন্যা ড্রেনার বয়স একান্ন বছর, ছেলে রাফায়েলের বয়স ৪৬ বছর। এরপর ১৯৯৫ সালে তিনি আবার প্রাক্তন বান্ধবীর সঙ্গে সম্পর্কে থেকে জমজ পুত্রের বাবা হন। এখানেই শেষ নয় তিনি প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ারের (Grace Hightower) আরও দুই পুত্র সন্তানের বাবা হয়েছেন বটে। তাহলে হিসেবটা কী দাঁড়ালো? গডফাদার অভিনেতা ইতিমধ্যেই দাদু হয়ে গিয়েছেন। এবার তিনি ফের বাবা হলেন। তাঁর ‘স্ট্যামিনা’ যে হিংসা করার মতো তা নিয়ে নতুন কিছু বলার নেই।