‘যশস্বীর দুরন্ত ইনিংসের কাছেই ম‍্যাচ হারলাম’, ম‍্যাচ শেষে বললেন নীতীশ

0
1

বৃহস্পতিবার রাতে ইডেনে ৯ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে যশস্বী জসওয়ালের ৯৮ রানে অপরাজিত ইনিংস। একই কথা মেনে নিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ম‍্যাচ শেষে হারের কারণ হিসেবে যশস্বীর ব‍্যাটিংকেই তুলে ধরলেন নীতীশ।

ম‍্যাচ শেষে নীতীশ বলেন,” দারুণ ব্যাট করেছে যশস্বী। প্রশংসা তো করতেই হবে। করা উচিতও। একেক দিন আসে যে দিন আপনি যা করতে চাইবেন, সব কিছুই ঠিকঠাক হবে। বৃহস্পতিবারও যশস্বীর তেমনই একটা দিন ছিল। তবু বলব অসাধারণ ইনিংস।”

তবে নীতীশের মতে বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে আরও একটু রান তোলা উচিত ছিল। এই নিয়ে কেকেআর অধিনায়ক বলেন,” এই উইকেটে ১৮০ রান তোলা উচিত ছিল আমাদের। ভাল ব্যাট করতে পারিনি আমরা। প্রচুর ভুল করেছি আমরা। ২ পয়েন্ট হারানোর সেটাও একটা বড় কারণ।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে ঋদ্ধির সুযোগ না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন কুম্বলে