প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল, পাশের হার ৮৭.৩৩ শতংশ

0
1

প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। সিবিএসই সূত্রে জানানো হয়েছে, এবারের পরীক্ষার্থীদের পাশের হার ৮৭.৩৩ শতংশ। তবে এবারে সিবিএসই-র তরফে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে কতজন পরীক্ষার্থী পাশ করেছেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এবারে মোট ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছে।
কোথায় রেজাল্ট দেখবে?
ফল ঘোষণার পরই অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbseresuts.nic.in সহ cbse.gov.in-তে পরীক্ষার্থীরা নম্বর দেখতে এবং ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও DigiLocker এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে রেজাল্ট। আবার SMS ও UMANG অ্যাপ ব্যবহার করেও জানা যাবে।