এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে সুনীলরা

0
8

বৃহস্পতিবার হয়ে গেল ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের গ্রুপ বিন্যাস। এদিন কাতারের দোহায় হয় এই গ্রুপ বিন্যাস। কঠিন গ্রুপে ভারতীয় ফুটবল দল। গ্রুপ ‘বি’ বিভাগে রয়েছে সুনীল ছেত্রীর দল। ভারত ছাড়াও গ্রুপ ‘বি’-তে রয়েছে সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। যার ফলে বোঝাই যাচ্ছে ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপে কঠিন গ্রুপে ভারত। ১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সঙ্গে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে এএফসি এশিয়ান কাপ।

এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন কোন দেশ :

গ্রুপ ‘এ’-তে রয়েছে কাতার, চীন, তাজিকিস্তান, লেবানন। গ্রুপ ‘বি’-তে ভারত, সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। গ্রুপ ‘সি’-তে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্টাইন। গ্রুপ ‘ডি’-তে গ্রুপে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম। গ্রুপ ‘ই’-তে রয়েছে কোরিয়া রিপাবলিক, মালয়েশিয়া, জর্ডান এবং বাহরিন। গ্রুপ ‘এফ’-তে রয়েছে সৌদি আরব, থাইল্যান্ড, কিরগিজস্তান রিপাবলিক এবং ওমান।

 

View this post on Instagram

 

A post shared by Indian Football (@indianfootball)