দুরন্ত যশস্বী, কলকাতাকে ৯ উইকেটে হারাল রাজস্থান

0
1

ঘরের মাঠে হার কলকাতা নাইট রাইডার্সের। এদিন রাজস্থান রয়‍্যালসের কাছে ৯ উইকেটে হারল নীতীশ রানার দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। বল হাতে চার উইকেট যুজবেন্দ্র চ‍্যাহালের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা। কলকাতার হয়ে ৫৭ রান করেন ভেঙ্কটেস আইয়র। ১০ রান করেন জেসন রয়। গুরবাজ করেন ১৮ রান। ২২ রান করেন নীতীশ রানা। রাজস্থানের হয়ে চার উইকেট নেন চ‍্যাহাল। দুই উইকেট নেন বোল্ট। একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং কে এম আসিফ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। ৪৮ রানে অপরাজিত অধিনায়ক স‍্যামসন। শূন‍্য রান করেন জস ব‍াটলার। এই হারে প্লে-অফে যেতে কিছুটা চাপে কেকেআর।

আরও পড়ুন:ছোটবেলার কোচকে নিয়ে বিরাট বার্তা কোহলির