কেন্দ্রীয় সংস্থার অতিসক্রিয়তা! হাওড়া-রিষড়া-ডালখোলা কাণ্ডে ৬টি মামলা দায়ের NIAর

0
2

রামনবমীতে হাওড়া, রিষড়া ও ডালখোলার অশান্তিতে ৬টি মামলা দায়ের করল NIA। এরমধ্যে হাওড়া ও রিষড়ার অশান্তি সংক্রান্ত ঘটনায় পাঁচটি ও ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:রামনবমীর অ.শান্তিতে এনআইএ তদন্তের নির্দেশকে কড়া চ্যালেঞ্জ! সুপ্রিম দ্বারস্থ রাজ্য  

রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। অশান্তির রেশ ছিল কয়েকদিন। সেই অশান্তির ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। সেই মামলায় রাজ্যের তরফে বলা হয়েছিল, রাজ্যের এই ঘটনায় কেন্ত্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সংস্থা প্রয়োজন। তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল NIA। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেয় হাইকোর্ট। তদন্তভার পাওয়ার পক এবার NIA ৬টি মামলা দায়ের করল। সূত্রের খবর, অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় সংস্থা।