রাষ্ট্রসংঘে ফের পাক জ.ঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রা.সবাদী’ ঘোষণায় বাধা চিনের

0
1

ভারত(India) বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে জঙ্গিদের লাগাতার সমর্থন জুগিয়ে চলেছে পাকিস্তান(Pakistan)। ফের একবার সন্ত্রাসবাদ নিয়ে ভারত বিরোধী ভুমিকা নিল চিন(China)। পাক জইশ জঙ্গি আবদুল রাউফ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে ভারতের এই প্রস্তাবে প্রতিবারের মতো এবারও বাধা হয়ে দাড়ালো চিন।

১৯৭৪ সালে পাকিস্তানে জন্ম রাউফ আজহার ২০১০ সালের ডিসেম্বরে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী। এর উপর আগেই নিষেধাজ্ঞা চাপাতে চেয়েছিল আমেরিকা ২৬/১১ মুম্বই হামলারও অন্যতম চক্রী এই জঙ্গি। ২০২২ সালে ভারত ও আমেরিকা যৌথভাবে আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিতে চায়। সেই সময়েও এই প্রস্তাবে বাধা হয়ে দাঁড়ায় চিন। একইপথে হেঁটে এবারও প্রস্তাব খারিজ করে দিল জিনপিং প্রশাসন।

উল্লেখ্য, তবে চিনের এই আচরণ এই প্রথমবার নয়, গত বছরের জুনে লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে চেয়েছিল ভারত। কিন্তু চিনের বিরোধিতায় ভারতের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে লস্কর জঙ্গি শাহিদ মাহমুদের ক্ষেত্রেও একই ভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেজিং। লাগাতার এই ধরনের ঘটনা থেকে পরিষ্কার, পাকিস্তানি জঙ্গিদের আড়াল করতে সবসময় সক্রিয় ভূমিকা নিয়েছে চিন। বেজিংয়ের এই ভূমিকায় বারবার সমালোচনা করেছে ভারত। দেশের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে, এমনই বার্তা দিয়েছে। কিন্তু সেই আহ্বানে চিন যে সাড়া দেয়নি, সেটা রাষ্ট্রসংঘে তাদের আচরণেই প্রমাণ পাওয়া যাচ্ছে।