অজ্ঞাতপরিচয় ব্যক্তির দে.হ উদ্ধার ঘিরে রানিকুঠীতে চা.ঞ্চল্য!

0
1

শহর কলকাতার (Kolkata) বুকে ফের এক রহস্যজনক মৃত্যু। বৃহস্পতিবার সকালে নেতাজি নগর (Netaji Nagar) থানা এলাকার রানিকুঠীতে (Ranikuthi) পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের (Netaji Nagar Police Station) প্রাথমিক অনুমান ওই ব্যক্তির বয়স ৪০। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় প্রাতঃভ্রমণে যাওয়ার সময় এলাকার মানুষ পুকুরে একটি দেহ ভেসে আসছে দেখে পুলিশে খবর দেন। নেতাজিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলেই পুলিশ সূত্রে খবর।