“দীর্ঘদিনের অনুশীলন এবং কঠিন পরিশ্রমের ফল”, সূর্য কুমারের প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর

0
1

চলতি আইপিএলে গত মঙ্গলবার ম্যাচে দূরন্ত পারফরম্যান্স করেছেন মুম্বই ব্যাটার সূর্য কুমার যাদব। ৩৬ বলে দুরন্ত ৮৩ রান করেছেন তিনি। এবার সেই সূর্যের পারফরম্যান্স নিয়ে নিজের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে মন্তব্য করলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, গত মঙ্গলবার বিরাট কোহলির দলের বিরুদ্ধে সূর্য কুমার যাদব যেভাবে রান করে ম্যাচ জেতালেন তা অনেকদিন মনে রাখার মতো। সূর্যকে দেখে ওই ম্যাচে মনেই হচ্ছিল না যে আইপিএল-এর মতো একটা মেগা ইভেন্টে ব্যাট হাতে খেলতে নেমেছে। যেভাবে সূর্য ব্যাট করেছিল তাতে মনে হচ্ছিল গলি ক্রিকেট খেলছে।
সূর্য এই সাফল্য পেয়েছে একদিনে নয়, এইরকম পারফরম্যান্স করতে গেলে দরকার হয় দীর্ঘদিনের অনুশীলন এবং কঠিন পরিশ্রম। তবে শুধু সূর্যকুমারই নন, গাভাসকর প্রশংসা করেছেন তরুণ ব্যাটার নেহাল ওয়াধেরারও। তাঁর মতে, সূর্যকুমারের সঙ্গে ওয়াধেরাও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। দুজনের পার্টনারশিপে ১৪০ রান যোগ হয়েছে।
শুধু গাভাসকরই নন,দুজনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর এক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি বলেন, নেহাল রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে দূরন্ত খেলেন। তারপরই তাঁকে দলে নেয় মুম্বই। আর বিরাটদের বিরুদ্ধে তিলক ভার্মার বদলে দলে সুযোগ পেয়েই নেহাল প্রমাণ করেছে ওঁর ওপর ভরসা করে ভুল করেননি নির্বাচকরা।