দলীয় কার্যালয়ের সামনে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi) ও রাজীব গান্ধীর(Rajiv Gandhi) মূর্তি। যার জেরে প্রাক্তন কংগ্রেস নেতা নেতৃত্বে বেদী উপড়ে ফেলল বিজেপি(BJP)। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুলটির(Kulti) সাঁকতরিয়া এলাকায়। গেরুয়া শিবিরের আচরণে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকার স্থানীয় বিজেপি নেতা তথা কাউন্সিলর অভিজিৎ আচার্য দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরেই ছিল রাজীব ও ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তির বেদি। সেই বেদি ভেঙে মূর্তি সরিয়ে ফেলার চেষ্টা করে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা ঘটনাস্থলে যান। এরপর দুপক্ষের মধ্যে রীতিমতো তর্ক শুরু হয়। এরপর তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। পরিস্থিতির সামাল দিতে মাঠে নামতে হয় পুলিশকে। এই ঘটনায় রীতিমতো বিপাকে পড়ে বিজেপির দাবি কংগ্রেস নেতাদের অনুমতি নিয়েই মূর্তি স্থানান্তর করা হচ্ছিল। তবে কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয় কারো অনুমতি ছাড়াই প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর মূর্তি উপড়ে ফেলা হয়েছে।
অভিজিৎ আচার্য তাঁর রাজনৈতিক জীবনে প্রথমে কংগ্রেসের সদস্য ছিলেন। সেই সময় এই দুটি মূর্তি প্রতিষ্ঠা করেন তিনি। পরে দল বদলে তৃণমূল হয়ে বর্তমানে তিনি বিজেপি নেতা। ফলস্বরূপ দলীয় অফিসের সামনে কংগ্রেস নেতৃত্বে মূর্তি তার কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই মূর্তি দুইটি সরানোর চেষ্টা চালাচ্ছিলেন অভিজিৎ। এদিন তা করতে গিয়ে বাঁধে বিপত্তি। যদিও পরে ওই বিজেপি নেতা লিখিতভাবে জানিয়েছেন জায়গাটির সংস্কার সাধনের মাধ্যমে মূর্তিগুলি পুনঃপ্রতিষ্ঠা করা হবে।