ভয়াবহ দুর্ঘটনা নন্দীগ্রামে। বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেকারের পিছন থেকে ধাক্কা আরও একটি বাসের। বুধবার ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের ভেটুরিয়ার ঠাকুর চক এলাকায়। এখনও পর্যন্ত দু-জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নন্দীগ্রাম-ফটকের একটি যাত্রিবাহী বাস নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি যাত্রিবাহী ট্রেকার এসেছিল। বাস এবং ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। পিছন থেকে অন্য একটি বাস এসে সজোরে ধাক্কা মারে ট্রেকারটিকে। এর ফলে ট্রেকারটি মুচড়ে ঢুকে যায় বাসের নীচে। আটকে যান যাত্রীরা। বেশ কয়েক জন গুরুতর আহত বলে খবর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেকারটি একেবারের বাসের তলায় ঢুকে গিয়েছিল। আর স্টিয়ারিংয়ে আটকে গিয়েছিল চালকের শরীর। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেকারের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করাই সমস্যা হয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেকারটি থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য আনা হয় গ্যাস কাটার। এর পর বেশ কয়েক জনকে বার করে আনা হয়। কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। এই দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে নন্দীগ্রাম- চণ্ডীপুর সড়কে যান চলাচল।