‘দক্ষ’ চিতার মৃ.ত্যু! কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা কমে ১৭

0
1

এই নিয়ে তৃতীয় চিতার (Cheetah) মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে সঙ্গমের সময় কোনভাবে আঘাত পায় দক্ষ নামের ওই চিতা। দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই নিয়ে ৪০ দিনের মধ্যে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) তিনটি চিতার মৃত্যু হওয়ায় আপাতত সেখানেই চিতার (Cheetah) সংখ্যা কমে দাঁড়ালো ১৭।

দেশে চিতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গত বছর নামিবিয়া থেকে এয়ারলিফ্ট করে ৭টি চিতাকে আনা হয় । চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও চিতা আনা হয়। মধ্যপ্রদেশের চিফ কনজারভেটর অফ ফরেস্ট জেএস চৌহান জানান, দুই পুরুষ চিতা বায়ু ও অগ্নির সঙ্গে মিলনের সঙ্গে হিংসাত্মক হয়ে পড়েছিল দক্ষ নামের চিতা। তার জেরেই আঘাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চোট পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।