বলিউড আর রাজনীতি (Bollywood and Politics) আবার মিলতে চলেছে। AAP নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda) আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Patineeti Chopra) বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকাপাকিভাবে আংটি বদলের দিনক্ষণ জানা গেল। আগামী শনিবার অর্থাৎ ১৩ মে রাঘব-পরিণীতির বাগদান (Engagement) সম্পন্ন হবে বলে আম আদমি পার্টি (AAP) সূত্রে খবর।

রাজধানীতে ঘরোয়া পরিবেশে একে অন্যের সঙ্গে আংটি বদল করবেন আপ নেতা এবং বলি অভিনেত্রী। গত কয়েকদিন ধরে মুম্বইতে থাকার পর আজ প্রেমিকাকে সঙ্গে নিয়েই দিল্লি উড়ে গেছেন রাঘব। আপাতত কিছুদিন রাজনীতি থেকে বেশ খানিকটা দূরে। দলীয় সূত্রে খবর দেড়শো জন আমন্ত্রিত উপস্থিত থাকবেন এই বাগদান অনুষ্ঠানে।রবিবার বান্দ্রায় ‘ডিনার ডেট’-এ একসঙ্গে দেখা গিয়েছিল চর্চিত যুগলকে। সোমবার সকালে তাঁদেরকে দেখা গেল এয়ারপোর্টে, নায়িকার পরনে লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতো, চোখে রোদচশমা । অন্য দিকে কালো শার্ট, প্যান্টে রাঘব চাড্ডা হিরোর থেকে কিছু কম নন। যদিও রাঘব কিংবা পরিণতি কেউই বিয়ে বা বাগদান সম্পর্কিত কোনও কিছুই স্পষ্ট করে জানাননি।







































































































































