কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভার আগেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো সায়েন্স সিটিতে (Science City)। অনুষ্ঠানে ঢোকার জন্য পাসকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতির পর্যায়ে গেল পরিস্থিতি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) আসার আগেই দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়ায় সায়েন্স সিটিতে। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা।
পঁচিশে বৈশাখের সন্ধ্যায় সায়েন্স সিটির পরিস্থিতি দেখে সমালোচনায় সরব শহরবাসী। সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করতে গিয়েও রাজনীতি এড়াতে পারেনি বিজেপি। সন্ধ্যার অনুষ্ঠানেও চূড়ান্ত বিশৃঙ্খলা। ‘খোলা হাওয়া’ নামক একটি সংস্থার তরফ থেকে ২৫ বৈশাখ সায়েন্স সিটিতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। প্রত্যক্ষদর্শীরা বলছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অডিটরিয়ামে প্রবেশ করার জন্য নির্দিষ্ট পাসের বন্দোবস্ত করা হয়েছিল ঠিকই। কিন্তু বাস্তবে দেখা গেল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে এই পাস দেওয়া নিয়েই অশান্তি শুরু হয় অনুষ্ঠানের ঠিক আগেই। এমনকি অন্যান্য যেসব সাধারন দর্শক উপস্থিত ছিলেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। সবমিলিয়ে রবীন্দ্র জন্মদিনে বিজেপির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী হল মহানগরবাসী।