জম্মু ও কাশ্মীরের চেয়েও বড় লিথিয়াম খনির সন্ধান মিলল রাজস্থানে

0
3

জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) গত ফেব্রুয়ারি মাসে মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির(Lithium Mine) সন্ধান। মাত্র ৩ মাসের মধ্যে আরও এক লিথিয়াম খনির সন্ধান মিলল ভারতে(India)। লিথিয়ামের পরিমাণের দিক থেকে এই খনি উপত্যকার থেকে আরও বড়। বিজ্ঞানীদের অনুমান রাজস্থানে পাওয়া এই লিথিয়াম খনি দেশের মোট চাহিদার ৮০ শতাংশ মেটানোর ক্ষমতা রাখে।

রাজস্থানের(Rajsthan) নাগপুর জেলার দেগানায় পাওয়া গিয়েছে এই লিথিয়াম খনি। সেরাজ্যের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মুহূর্তে ভারত লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো খনিজ পদার্থের জন্য বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। জম্মু ও কাশ্মীরের পর রাজস্থান, পরপর দুই রাজ্যে লিথিয়াম খনির সন্ধান এই পরিস্থিতি অনেকটাই বদলাবে বলেই মনে করা হচ্ছে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতেই মূলত ব্যবহৃত হয় লিথিয়াম। জম্মু কাশ্মীরের পর রাজস্থানে আরও এক খনির সন্ধান মেলায় ভারতে আগামিদিনে লিথিয়াম আরও সস্তা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে সন্ধান মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির। মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম ওখানে রয়েছে বলে অনুমান। কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছিল লিথিয়াম (Lithium) ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।