সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫ উইকেটে হারে পাঞ্জাব কিংস। এই ম্যাচে খেলতে নেমে কেকেআরের বিরুদ্ধে ৫৭ রান করেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। আর এই রান করতেই নজির গড়েন গব্বর। ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারদের নজির।

সোমবার শিখর ৫৭ রানের ইনিংস সাজান, ৯টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অর্ধশতরান করতে তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০টি অর্ধশতরান করার কৃতিত্ব অর্জন করেন গব্বর। শিখরের আগে আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি এবং ওয়ার্নার। চলতি আইপিএলে এখনও পযর্ন্ত আটটি ম্যাচ খেলে তিনটি অর্ধশতরান হয়ে গিয়েছে ধাওয়ানের।

এদিকে কলকাতার বিরুদ্ধে হারের প্রধান কারণও চিহ্নিত করেছেন ধাওয়ান। ম্যাচ হারের কারণ হিসাবে তিনি বলেন, “আমাদের হাতে ভাল অফ স্পিনার নেই। ফলে বাঁহাতি ব্যাটারদের রান তোলার গতি আমরা আটকাতে পারিনি। উইকেটে বল পড়ে ভালই ঘুরছিল। ভাল বাঁহাতি স্পিনার থাকলে সুবিধা হত। এই জায়গায় আমরা খানিকটা পিছিয়ে গিয়েছিলাম।”
আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিল খাপ পঞ্চায়েত











































































































































