১৫দিন ৩ হাজারের বেশি শিল্পী নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন, কবি প্রণামে সঙ্গীত পরিবেশন মুখ্যমন্ত্রীর

0
1

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সংস্কৃতিমনস্ক। সংস্কৃতিচর্চার পৃষ্ঠপোষক। এবছর রবীন্দ্রসদন চত্বরের পাশাপাশি আলিপুরে নবনির্মিত ধনধান্য স্টেডিয়ামে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠান হয়। আর সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,

• রবীন্দ্রসদন-নন্দন চত্বরের ৪টি প্রেক্ষাগৃহে আগামী ১৫দিন রোজ ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত কবি পক্ষের অনুষ্ঠান হবে।
• ৩০০০-এর বেশি শিল্পী রবীন্দ্রসংগীত, নৃত্য, নৃত্যনাট্য, গীতি আলেখ্য-সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

এছাড়া গগণেন্দ্র প্রদর্শশালায় রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য সেটি খোলা থাকবে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও দেশের রবীন্দ্র-প্রেমীদের জন্য রাজ্য সরকারের এই আয়োজন বলে মুখ্যমন্ত্রী জানান।

এদিন, ধনধান্য স্টেডিয়ামে কবি প্রণামে অংশ নেন প্রতুল মুখোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, স্বাগতালক্ষী দাশগুপ্ত, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, অদিতি মুন্সি-সহ বিশিষ্ট শিল্পীরা। তবে, অনুষ্ঠানের শেষে ছিল চমক। রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে রবীন্দ্র সংগীত পরিবেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গানে মুগ্ধ শ্রোতারা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার বহু সদস্য, সমাজের নানা ক্ষেত্রের মানুষেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:সৌজন্য-সাক্ষাৎ! নবীনের বাসভবনে মধ্যাহ্নভোজ নীতীশের, ১৮ মে দিল্লিতে মোগা বৈঠকের পরিকল্পনা