মাঠে উল্টো প‍্যান্ট পরে ঋদ্ধি, দেখেই হাসি হার্দিকের, কেন উল্টো প‍্যান্ট? জানালেন ঋদ্ধি

0
3

রবিবার লখন‍ৌ সুপার জায়ান্টসকে ৫৬ রানে হারায় গুজরাত টাইটান্স। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। তবে ফিল্ডিং করার সময় এক মজার ঘটনা ঘটে গুজরাত শিবিরে। যা দেখে মাঠেই হেসে ফেলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিপিং করতে নামার সময়ে প্যান্ট উল্টো পরে নামেন ঋদ্ধিমান সাহা। যা দেখে মাঠেই হেসে পরেন হার্দিক এবং শামি। পরে অবশ্য ড্রেসিংরুমে গিয়ে ঠিক করে আসেন।

কিন্তু এমন ভুলের কারণ কি? নিজেই এর উত্তর দিলেন ঋদ্ধি। ম্যাচের পর গুজরাতের সতীর্থ কেএস ভরত এক সাক্ষাৎকারে ঋদ্ধিকে এই বিষয়ে প্রশ্ন করেন। তার জবাবে ঋদ্ধি বলেন,”আমি সেই সময়ে খাচ্ছিলাম, তখন ফিজিও আমায় বলে ওষুধ নেওয়ার জন্য, আর সেই সময়ে, নিডলিং সেশনও চলছিল। তাড়াহুড়োতে আমি প্যান্ট উল্টো করে পরে মাঠে নামি। কিন্তু দুই ওভারের পর, আমি ফিরে আসি। আর তুমি দারুণ কাজ করেছ। ”

গতকাল লখনৌ-এর বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধি। ৪৩ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস