ঘূর্ণিঝড়, বৃষ্টির আশঙ্কায় রাজ্য সরকারের তরফ থেকে ধনধান্য স্টেডিয়ামে (Dhandhanya Stadium) পালিত হবে রবীন্দ্রজয়ন্তী। ২৫ বৈশাখ বিকেল চারটে থেকে অনুষ্ঠান হবে বলে সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রত্যেক বছরই রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রসদনের সামনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হয়। রবীন্দ্রসদনের সামনেও অনুষ্ঠান হবে। কিন্তু মূল অনুষ্ঠান হবে আলিপুরের নব নির্মিত ধনধান্য স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী জানান, মোকা-র জেরে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। শিল্পীদের তালিকায়ও জানিয়ে দেন মমতা। বলেন, ইন্দ্রনীল সেন, প্রতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, বাবুল সুপ্রিয়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ইন্দ্রাণী সেন, সুবোধ সরকার, রাঘব চট্টোপাধ্যায়, সুরজিৎ, সৌমিত্র, শান্তনু রায়চৌধুরী। মুখ্যমন্ত্রী জানান, “এই অনুষ্ঠানে সাংবাদিক এবং পড়ুয়াদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। রবীন্দ্র সংস্কৃতির ধারা প্রবাহিত হোক। বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক।“ তিনি বলেন, যাঁদের কার্ড আছে তাঁদের, ও যাঁদের আমন্ত্রণ পত্র নেই তাঁরাও অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন। এবিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকের পরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তাও দেন মমতা। সেখানে পাড়ায় পাড়ায় যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রজয়ন্তী পালনের কথা বলেন তিনি।
আরও পড়ুন:প্রাথমিক নিয়োগ দু.র্নীতির তদন্তে CBI সিটের প্রধান বদল! হাই কোর্টের নির্দেশে নয়া দায়িত্বে বঙ্গ তনয়











































































































































