রবিবার রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ হারলেও দুরন্ত বোলিং করেন যুজবেন্দ্র চ্যাহাল। বল হাতে চার উইকেট নেন তিনি। চার ওভার বল করে ২৯ রান দিয়ে চার উইকেট নেন। আর এই উইকেট নিতেই অনন্য নজির গড়েন চ্যাহাল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার নজির স্পর্শ করলেন তিনি। এক্ষেত্রে ছুঁয়ে ফেললেন প্রাক্তন সিএসকে তথা ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে।
চ্যাহালের ঝুলিতে এখনও পযর্ন্ত ১৪২টি ম্যাচ খেলে রয়েছে ১৮৩টি উইকেট। অন্যদিকে ব্রাভো ১৮৩ উইকেট নিতে খেলেছিলেন ১৬১টি ম্যাচ। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভার বল করে মাত্র ২৯ রান দেন চ্যাহাল। তুলে নেন চার চারটি উইকেট। হেনরিক ক্লাসেনের উইকেটটি নিয়ে তিনি নজির গড়েন। পাশাপাশি এই ম্যাচে চ্যাহাল আউট করেন হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি এবং আনমোলপ্রীত সিংকেও।
নজির গড়লেও, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে জয় তুলে নেয় হায়দরাবাদ।
আরও পড়ুন:মাঠে উল্টো প্যান্ট পরে ঋদ্ধি, দেখেই হাসি হার্দিকের, কেন উল্টো প্যান্ট? জানালেন ঋদ্ধি