ভারতীয় দলে রাহানের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন সৌরভ?

0
3

আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অজিঙ্কে রাহানে। শ্রেয়স আইয়রের চোট, তার জায়গায় দলে আসেন রাহানে। আর রাহানের ভারতীয় দলে প্রত‍্যাবর্তনে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

একটি অনুষ্ঠানে রাহানের ভারতীয় দলে ফেরা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “রাহানেকে আমি বরাবর পছন্দ করি। ভারতের হয়ে সব সময়েই ভাল খেলেছে ও। সুযোগ কিন্তু রোজ রোজ আসে না। যদি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম একাদশে রাহানেকে রাখা হয়, তা হলে তা পুরোপুরি কাজে লাগাবে ও। আমার তরফ থেকে ওর জন্যে সব রকম শুভেচ্ছা রইল।”

এদিকে চোটের কারণে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। রাহুল না থাকায় দলের ক্ষতি বলে মনে করছেন মহারাজ। এই নিয়ে তিনি বলেন,” খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি শুনেছি শুধু আইপিএলই নয়, বিশ্ব টেস্ট ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে ও। ফিজিওরাই বলতে পারবেন ওর চোট কতটা গুরুতর। চোট খেলাধুলোরই অংশ। সারা বছর ধরে এই ছেলেরা খেলে। তাই চোট-আঘাত হতেই পারে। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।”

আরও পড়ুন:লখনৌকে ৫৬ রানে হারাল গুজরাত, দুরন্ত ইনিংস ঋদ্বিমান-শুভমনের