জেল পালিয়ে গঙ্গায় চোর! ডুবুরি নামালো পুলিশ

0
1

রবিবার এক অদ্ভুত কান্ডের সাক্ষী হল হাওড়ার বালি থানার পুলিশ (Bally Police Station) । থানা থেকে দারোগাবাবুর চোখ এড়িয়ে চোর সোজা গঙ্গায় (Ganga) ঝাঁপ দিয়েছেন। এই খবর জানার পর কার্যত কিংকর্তব্যবিমূঢ় পুলিশ। যতক্ষণে গঙ্গার এপার থেকে সাধারণ মানুষ চোর চোর বলে চিৎকার করছেন , ততক্ষণে সাঁতরে মাঝ গঙ্গায় পৌছে গেছেন চোর বাবাজি। যদিও পলায়নের শেষ রক্ষা হল না। শেষমেষ শ্রীঘরেই ফিরতে হল তাঁকে।

প্রশ্নের মুখে বালি থানার (Bally Police Station) নিরাপত্তা। রবিবার পুলিশের চোখ এড়িয়ে থানা থেকে দৌড়ে কী করে গঙ্গায় চোর ঝাঁপ মারলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পিছনে পুলিশ দৌড়েছিল বটে। কিন্তু সাঁতারু চোর গঙ্গা দেখে পলায়নের শ্রেষ্ঠ উপায় হাতের কাছে পেয়ে গেছিল। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলেও যায়।ততক্ষণে সাধারণ মানুষ চোরকে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মেরেছেন। দীর্ঘ সাঁতারের জেরে ক্লান্ত চোর বাঁচার জন্য যেই না নৌকা আকড়ে ধরেছে, ব্যাস তাতেই চোরকে ধরতে সুবিধা হল । পরে নৌকা করেই চোরকে বালির নিমতলা ঘাটে (Nimtala Ghat) নিয়ে আসা হয়।