ময়নায় বিজেপি নেতার মৃ*ত্যুতে জারি পুলিশি তল্লাশি , গ্রে*ফতার মোট ৪,

0
1

পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুর ঘটনায় জারি পুলিশি অভিযান। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করল ময়না পুলিশ।শৃতের নাম সুব্রত মণ্ডল। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।

আরও পড়ুন:‘আমাদের কোনও রাজা নেই’! চার্লসের রাজ্যাভিষেকের মাঝেই উঠল স্লোগান, গ্রে*ফতার বহু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়কৃষ্ণকে খুনের অভিযোগে যে ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল না সুব্রতর। ওই ঘটনায় যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাঁদের জেরা করে সুব্রতর নাম পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুব্রতকে জেরা করছে পুলিশ।

অন্যদিকে, গত বৃহস্পতিবার বাকচার মিলন ভৌমিককে বলাইপণ্ডায় তাঁর মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর পর শনিবার গ্রেফতার করা হয় গোড়ামহল গ্রামেরই বাসিন্দা নন্দন মণ্ডল এবং সুজয় মণ্ডলকে। পূর্ব মেদিনীপুরের জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের রবিবার হাজির করানো হবে তমলুক আদালতে। সেই সঙ্গে এই ঘটনায় বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।


গত সোমবার রাতে ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে এলাকায় গিয়ে একাধিক কর্মসূচি পালন করেন। হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর হয় জেলা পুলিশ।