রবিবার আইপিএল-এর প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। এদিন দাদা ক্রুনাল পান্ডিয়ার লখনৌকে ৫৬ রানে হারাল ভাই হার্দিক পান্ডিয়ার গুজরাত। সৌজন্যে ঋদ্বিমান সাহা, শুভমন গিলের ঝড়ো ব্যাটিং। এবং বল হাতে মোহিত শর্মার বল হাতে চার উইকেট।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। ৪৩ বলে ৮১ রান করেন তিনি। ৯৪ রানে অপরাজিত শুভমন। ২৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ২১ রানে অপরাজিত মিলার। লখনৌ-এর হয়ে একটি করে উইকেট নেন মোশিন খান এবং আভেশ খান।
জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় লখনৌ-এর ইনিংস। লখনৌ-এর হয়ে লড়াই করেন ডিকক। ৭০ রান করেন তিনি। মায়ার্স করেন ৪৮ রান। স্টোইনিস করেন ৪ রান। গুজরাতের হয় চার উইকেট নেন মহিত শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, রশিদ খান এবং নুর আহমেদ।
আরও পড়ুন:ঝড়ো ইনিংস ঋদ্ধির, মন কেড়েছে বিরাটের