শান্তিনিকেতনে প্রতি.বাদ সমাবেশে শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ!

0
1

জমি বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই শিরোনামে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি ‘প্রতীচী ‘ (Pratichi) । ১৩ ডেসিমেল ‘বিতর্কিত’ জমি খালি করে দেওয়া নিয়ে বিশ্বভারতী (Viswabharati University) বনাম বিশিষ্টজনের লড়াইটা থামছে না। কারণটা সবার কাছেই স্পষ্ট। অমর্ত্য সেনের মত ব্যক্তিত্বকে যেভাবে হেনস্থা করছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) এবং তাঁর লোকজনেরা, সেটা কোনমতেই সমর্থনযোগ্য নয় বলেই মত বিশিষ্টদের। আর তাই বিশ্বভারতীর ভূমিকায় প্রতিবাদ সভার আয়োজন আশ্রমিকদের। উপস্থিত শিল্পী শুভাপ্রসন্ন (Shubhaprasanna) থেকে শুরু করে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষরাও(Gautam Ghosh)।

বৃহস্পতিবার আদালতের তরফ থেকে জমি নির্দেশ সংক্রান্ত স্থগিতাদেশ জারি করা হয়। তাও নানাভাবে অমর্ত্য সেনের উপর চাপ সৃষ্টি করা কমছে না বলেই অভিযোগ উঠছে বিশ্বভারতী বিরুদ্ধে।গতকালই মানববন্ধন কর্মসূচি হয় বিশিষ্টজন ও আশ্রমিকদের উদ্যোগে। রবীন্দ্রসংগীত, কবিতাপাঠ, নৃত্যনাট্য, শ্রুতিনাটকে সকলে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের নিন্দায় সরব হন। এরপর আজ শনিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ‘প্রতীচী’র সামনে শিল্পী থেকে শিক্ষক একে একে প্রত্যেকেই জড় হতে শুরু করেছেন। উপস্থিত হয়েছেন বাউল শিল্পীরাও। শনিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন গায়ক কবীর সুমন (Kabir Suman)। তার আগে সকাল থেকেই রবীন্দ্র আবহে বিশ্বভারতীর বিরুদ্ধে প্রতিবাদে সরব বিশিষ্টরা।