হা.মলা থেকে বাঁচতে বাঙ্কারে পুতিন, জনসমক্ষে তাঁর ডামি!

0
1

ক্রেমলিনের(Cremlin) প্রাসাদে ড্রোন হামলার ঘটনার পর রাশিয়ার(Russia) প্রেসিডেন্টের বর্তমান ঠিকানা নাকি বাঙ্কার। সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে গোটা রাশিয়া জুড়ে। এদিকে বাইরে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি তিনি নাকি পুতিনের(Vladimir Putin) ডামি। রুশ প্রেসিডেন্টকে নিয়ে এহেন গুঞ্জন যখন চরম আকার ধারণ করেছে ঠিক সেই সময় মুখ খুলল রশিয়া প্রশাসন। এবিষয়ে ক্রেমলিনের তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানাতে হল, যে গুঞ্জন চলছে তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। বহাল তবিয়তে প্রকাশ্যেই রয়েছেন প্রেসিডেন্ট।

সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় এক সম্মেলনে উপস্থিত হয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আপনারা হয়ত শুনেছেন, পুতিনের মতো দেখতে অনেকেই নাকি আছেন, যারা তার বদলে কাজ করছেন। আর পুতিন বাঙ্কারে রয়েছেন। এটা মিথ্যা ও গুজব।” এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট শারীরিকভাবে অসুস্থ বলে যে কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটাও সম্পূর্ণ মিথ্যা বলে জানান দিমিত্রি। রাশিয়ার প্রেসিডেন্ট যে প্রকাশ্যে ও সুস্থ রয়েছেন তার উদাহরণ সম্প্রতি চিনের প্রেসিডেন্টের শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাত। জানা গিয়েছে গতমাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাত করেন চিনের প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি জানান, ২০২৪ সালে ফের ক্ষমতায় আসবেন পুতিন।