Kashmir: জ.ঙ্গিদের বো.মায় মৃ.ত সদ্য বিবাহিত বাংলার জওয়ান!

0
2

সদ্য বিয়ে করেছিলেন দার্জিলিংয়ের (Darjeeling) বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী (Siddhant Chetri) । ২০১৯ সালে ভারতীয় সেনার প্যারাকমান্ডোতে (Para Comando) যোগ দিয়েছিলেন তিনি। দু বছরের মধ্যেই প্যারা এস এফে নিযুক্ত করা হয় তাঁকে। মাত্র দু মাসের জন্য বাড়ি এসেছিলেন। বিয়ের পর ১৪ এপ্রিল ভিড় কাজে যোগ দেন। কথা দিয়ে গেছিলেন ফিরবেন নববধূর কাছে। কিন্তু আর ফেরা হলো না। শুক্রবার সকালে কাশ্মীরের (Kashmir) রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে যখন জঙ্গি দমন অভিযান চলছিল , তখন সেনাদের উদ্দেশ্যে জঙ্গিদের বোমা বিস্ফোরণে প্রাণ হারান সিদ্ধান্ত (Siddhant Chetri)। ঘটনায় মৃত্যু হয় পাঁচ জওয়ানের।

কয়েক মাস আগেই সেনা জওয়ানের বিয়েতে মেতেছিল বিজনবাড়ির কিজন বস্তি। আজ এলাকা জুড়ে শোকের ছায়া। হাতের মেহেন্দির রং ফিকে হওয়ার আগেই সিঁদুর মুছলেন নববধূ। সেনার তরফে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবার পাশাপাশি জঙ্গি দমনে ফের অভিযান চালানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।