দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড কোহলির

0
2

শনিবার আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচে দিল্লি ক‍্যাপিটালসের মুখোমুখি হয়েছে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। আর এই ম‍্যাচে খেলতে নেমে অনন্য নজির গড়লেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৫ রান করেন বিরাট। আর এই রান করতেই নজির গড়লেন কিং কোহলি। আইপিএল-এর ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন কোহলি।

দিল্লি ম্যাচের আগে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল ৬৯৮৮ রান। সুতরাং, মাত্র ১২ রান করলেই ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন তিনি। আর এদিন আরসিবির হয়ে ওপেন করতে নেমেই সেই রেকর্ড ভেঙে ফেললেন তিনি।

এদিন ম‍্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে অক্ষর প্যাটেলকে চার মেরে ৭০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কোহলি। আইপিএল-এর ইতিহাসে সব থেকে বেশি রান করার রেকর্ড আগে থেকেই নিজের দখলে রেখেছেন বিরাট। এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। বিরাট ও ধাওয়ান ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ৬০০০ রানের গণ্ডি টপকেছেন আরও দুই ক্রিকেটার। এরা হলেন ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মা।

আরও পড়ুন:চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন রোহিত