মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল চেন্নাই সুপার কিংস। এদিন রোহিত শর্মার মুম্বইকে ৬ উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। চেন্নাইয়ের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স পথিরানার। ব্যাট হাতে দুরন্ত ইনিংস কনওয়ের।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে ৬৪ রান করেন নেহাল ওয়াধেরা। ২৬ রান করেন সূর্যকুমার যাদব। তবে ব্যাট হাতে ব্যর্থ গ্রিন, রোহিত শর্মা, ইশান কিষান। ৬ রান করেন গ্রিন। ৭ রান করেন ইশান। শূন্য রান করেন অধিনায়ক রোহিত। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন পাথিরানা। দুটি করে উইকেট নেন দীপক চাহার এবং তুষার দেশপান্ডে। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। সৌজন্যে কনওয়ের দুরন্ত ইনিংস। ৪৪ রান করেন তিনি। ৩০ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ২১ রান করেন অজিঙ্কে রাহানে। ২৬ রানে অপরাজিত শিভম দুবে। মুম্বইয়ের হয়ে দুটি উইকেট পীয়ুশ চাওলার। একটি করে উইকেট স্টাবস এবং আকাশের।
আলও পড়ুন:দিল্লিতে ভ*য়ংকর অভিজ্ঞতার স্বীকার নীতীশপত্নী, সাচিকে ধাওয়া দুই যুবকের