গরুপা.চারকাণ্ডে CBI আদালতে বিশেষ হাজিরা আব্দুল লতিফের, কথাই শুনলেন না বিচারক

0
1

গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী শেখ আব্দুল লতিফ (Sk Abdul Latif) এদিন আসানসোলে সিবিআইয়ের (CBI court) বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন। কিন্তু তাঁর কোন কথাই শুনলেন না বিচারক। সূত্রের খবর আসানসোল আদালতে এক আইনজীবীর মৃ.ত্যুতে শোকপালনের জন্য এদিন কোনও শুনানি হল না।

গত এপ্রিলের ২৭ তারিখে আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ততদিনে সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে রক্ষাকবচ পেয়ে গেছেন লতিফ। সিবিআইয়ের (CBI) চার্জশিটে নাম ছিল লতিফের। যদিও শর্তসাপেক্ষে তিনি জামিন পেয়ে যান। আজ দ্বিতীয়বার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই মতো সকাল ছটা নাগাদ আদালতে পৌঁছে যান লতিফ। কিন্তু আজ কোনও শুনানি না হওয়ায়, ২৭ এপ্রিলের রায়ই বহাল রইল। রক্ষা কবজের মেয়াদ ফুরিয়েছে গতকাল । আগামী ৮ মে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে।