১) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স। সঞ্জু স্যামসনদের ৯ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে বল হাতে তিন উইকেট রশিদ খানের। ব্যাট হাতে ৪১ রান ঋদ্ধিমান সাহার।

২) গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। জন্মদিন উপলক্ষ্যে গ্রামের বাড়িতে রান্না করলেন সচিন। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর এবং মেয়ে সারার সঙ্গে রান্না করতে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

৩) ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। নিজেই এমনটা জানালেন তিনি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ছাড়েন পন্থ। সেখানে দেখা যাচ্ছে ক্রাচ ছাড়া হাটছেন পন্থ।

৪) চোটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন কে এল রাহুল। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না তিনি।
৫) ৩৩ বছরের খরা কাটিয়ে ইতালির লিগ ঘরে তুলল নাপোলি। ১৯৮৯-৯০ মরশুমে শেষ বার সিরি-এ জিতেছিল নাপোলি। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তারপর থেকেই চলছিল খরা। অবশেষে সেই খরা কাটল।
আরও পড়ুন:গ্রামে গিয়ে নিজের ৫০তম জন্মদিন পালন করলেন সচিন










































































































































