২৭বছরে পা দিয়েছে প্রসার ভারতী। ১৯৯৭-তে ২৩ নভেম্বর পথ চলা শুরু করেছিল কেন্দ্রের এই স্বশাসিত সংস্থা। ১৯৯০-তে সংসদে প্রসার ভারতী আইন পাস হয়। গত ২৭ বছরে নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছে কেন্দ্রের এই স্বশাসিত সংস্থা। এবার রেডিওর সব ভাষার সমস্ত ঘোষক-ঘোষিকাকে ‘আকাশবাণী’ বলার নির্দেশ দিল প্রসার ভারতী।সেই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সব ভাষার ঘোষককেই এবার থেকে আকাশবাণী বলতে হবে।নিজস্ব ভাষা ছাড়াও, অন্য ভাষার কিছু অনুষ্ঠান করার দায়িত্ব থাকে সব আকাশবাণীরই।
সমস্ত আঞ্চলিক ভাষার প্রোগ্রাম আধিকারিকদের কাছে ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।এমনকী ইংরাজীতেও ঘোষক-ঘোষিকারা This is All India Radio-র পরিবর্তে এবার থেকে বলবেন This is Akashvani ।এরই পাশাপাশি অফিসিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রেও সর্বত্র ‘আকাশবাণী’ লিখতে হবে।