সম্পর্ক তলানিতে, পিএসজি ছাড়ছেন মেসি: সূত্র

0
1

চর্চায় লিওনেল মেসি বনাম পিএসজি। সম্প্রতি ক্লাবের থেকে অনুমতি না নিয়ে সৌদি আরবে সপরিবারে ঘুরতে চলে যাওয়ার কারণে পিএসজির তরফে মেসিকে দু’সপ্তাহের জন্য নির্বাসিত করা হয়েছে। এই দু’সপ্তাহে মেসি পিএসজির হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না। শুধু তাই নয় মেসি, দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না। শুধু তাই নয়, পিএসজি সমর্থকদের রোষের মুখেও পড়েছেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসিকে সাসপেন্ড করার পরই তাঁর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলেন পিএসজির সমর্থকরা।

আর এর পরেই মেসির পিএসজিতে থাকা নিয়ে জল্পনা তুঙ্গে। ফুটবল মহলে জল্পনা মরশুম শেষেই পিএসজির সঙ্গে আর চুক্তি পুনর্নবীকরণ করবেন না মেসি। তবে ইউরোপীয় ফুটবল মহলের খবর অনুযায়ী, শুধু জল্পনাই নয়, সত্যিই মেসি আর পরের মরশুমে খেলবেন না পিএসজির হয়ে।

এদিকে মেসিকে নিজেদের দলে পেতে আগ্রহী সৌদির আল হিলাল ক্লাব। খবর অনুযায়ী, এক মাস আগেই মেসিকে আল হিলাল বার্ষিক ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি প্রস্তাব করে। তবে শুধু আল হিলাল নয়, এমএলেস এর ইন্টার মিয়ামি দল এবং মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও তাঁকে পেতে আগ্রহী।

আরও পড়ুন:লিটনের পরিবর্তে কেকেআরে এই তারকা ক্রিকেটার