শিল্প তালুক নির্মাণের উপযোগী খাস জমি চিহ্নিত করতে পদক্ষেপ রাজ্যের!

0
1

বাংলা জুড়ে শিল্পের প্রসার (Expansion of industry)বাড়াতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার(Government of West Bengal)। রাজ্য সরকার আগামী ৩ বছরে বিভিন্ন জেলায় ১০০ টি শিল্প পার্ক তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই উদ্দেশ্যকে সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা শিল্প পার্ক নির্মাণের উদ্দেশ্যে একটি পৃথক নীতি চালু করেছে।সেই মতো এবার শিল্প তালুক নির্মাণের উপযোগী খাস জমি চিহ্নিত করে উপযুক্ত পরিকাঠামো সহ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কাজ শুরু হতে চলেছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের বিশেষ সচিব মেঘনাদ দে এই প্রসঙ্গে জানান জানিয়েছেন, রাজ্যের সব জেলার জেলাশাসকদের শিল্প গড়ার উপযোগী সরকারি জমি চিহ্নিত করতে বলা হয়েছিল। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ৫ থেকে ৮ একর মাপের ৪৫ টি শিল্প তালুক গড়ার উপযোগী জমি চিহ্নিত করা হয়েছে। এই জমিগুলি রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়া হবে। নিগম তাদের পোর্টাল এবং সংবাদপত্রে শিল্প তালুক গড়ার বিজ্ঞাপন দেবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার নতুন এই নীতি চালু করার পরে স্বীকৃত শিল্প পার্ক তৈরির জন্য ৫৩ টি প্রস্তাব ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে এবং ওই পার্ক নির্মাণের জন্য ১৫০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। আরও ১৪ টি প্রকল্পের প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত ওই শিল্প পার্কের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ ৮০০ একরের বেশি। তালিকায় রয়েছে বাঁকুড়া, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, আলিপুরদুয়ার, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, কালিম্পং, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদহ ও শিলিগুড়ি। এক একটি পার্ক গড়তে ন্যূনতম পাঁচ একর জমি লিজ়ে নিতে হবে।এই প্রকল্পে পার্ক গড়লে সেখানে ন্যূনতম কিছু এমএসএমই-কে জায়গা দেওয়ার শর্তও রয়েছে, যাতে একটি পার্কে একাধিক শিল্পের বিকাশ ঘটানো যেতে পারে।