বিরাট-গম্ভীর বিত*র্ককে হা*তিয়ার কলকাতা পুলিশের!

0
1

বিরাট কোহলি আর গৌতম গম্ভীর বিতর্ক (Virat Kohli v/s Gautam Gambhir)কিছুতেই যেন মিটছে না। সোমবার লখনউয়ের (Lucknow)একানা স্টেডিয়াম রীতিমতো তপ্ত হয়ে ওঠে বিরাট গম্ভীর তর্কে। মঙ্গলের সারাটা দিনই সোশ্যাল মিডিয়ার (Social Media) চর্চায় ছিল দুই তারকার ঝগড়া। সেইমতো IPL বোর্ডের তরফে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু এবার এই ঘটনায় জড়াল কলকাতা পুলিশের (Kolkata Police)। মঙ্গলবার কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে সাইবার প্রতারণার ফাঁদ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়। এই প্রথম নয়, এর আগেও দেখা গেছে বিভিন্ন সময় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে কলকাতা পুলিশ। এবারের পোস্টেও সেই একই ছবি।

বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের যে ছবি কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে সেখানে দেখা গেছে মানি হাইস্টের প্রফেসরের ছবি দিয়ে একপ্রান্তে লেখা হয়েছে , “আপনার ফোনে যে OTP-টা গেছে সেটা বলুন।” এর ঠিক নীচে একদিকে গৌতম গম্ভীর এবং অন্যদিকে বিরাট কোহলির মুখে আঙুল দেওয়া ছবি আর সেখানে লেখা – “আপনি”। অর্থাৎ এই পোস্টের মধ্যে দিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কেউ OTP চাইলে দেবেন না।

এই ছবি প্রকাশ্যে আসার পর কমেন্ট বক্স ভরে গেছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, যেভাবে সাধারণ মানুষকে সচেতন করতে মিমের মাধ্যমে সৃজনশীল উপস্থাপনা তুলে ধরছে কলকাতা পুলিশ তা যথেষ্ট প্রশংসনীয়। পাশাপাশি এই পোস্টে হাস্যরসও সৃষ্টি হয়েছে বটে।