পুতিন হ.ত্যার ছক! ক্রেমলিনে ড্রোন হা.মলা, ইউক্রেনে পাল্টা জবাবের হুঁ.শিয়ারি

0
3

নয়া মোড় নিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবার সরাসরি ভ্লাদিমির পুতিনকে(Vladimir Putin) লক্ষ্য করে চালানো হল ড্রোন হামলা(Drone Attack)। রুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট(President)। তাঁর কোনও ক্ষতি হয়নি। তবে যুদ্ধের আবহে এই হামলার পিছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া(Russia)। অবশ্য সে দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেনের(Ukraine) প্রতিরক্ষা মন্ত্রক।

বুধবার রুশের সোশ্যাল মিডিয়াতে এই ড্রোন হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। যেখানে দেখা যাচ্ছে ক্রেমলিনের উপর আছড়ে পড়ছে দু’টি ড্রোন। আগুনের ঝলকানি মিলিয়ে যাওয়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। রাশিয়ার তরফে জানানো হয়েছে পুতিনকে হত্যা করতেই পরিকল্পিত ভাবে এই ড্রোন হামলা চালানো হয়েছিল। এবিষয়ে বুধবার ক্রেমলিনের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দু’টি মানববিহীন ড্রোন রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে সেখানে এসে ধাক্কা মারে। পরে ওই ড্রোন দু’টিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই হামলার পর রাশিয়ার রাজধানী মস্কোর উপর থেকে বিমান কিংবা ড্রোনকে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মস্কোর মেয়র।

 

পাশাপাশি এই হামলার ঘটনায় ইউক্রেনের হাত রয়েছে দাবি করে রাশিয়ার তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, “সঠিক সময়ে এই হামলার প্রত্যাঘাত করা হবে।” সবমিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে এই ড্রোন হামলা দুই দেশের মধ্যে থাকা যুদ্ধ পরিস্থিতিকে আর তীব্রতর করে এই ঘটনার পর রুশ-ইউক্রেন যুদ্ধের তীব্রতার মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।